Tuesday, November 11, 2025
HomeScrollশনিদেবের দৃষ্টি ৪ রাশির উপরে, ২৮ নভেম্বরের পরে ভাগ্যের মোড় ঘুরবে
Shani Dev

শনিদেবের দৃষ্টি ৪ রাশির উপরে, ২৮ নভেম্বরের পরে ভাগ্যের মোড় ঘুরবে

শনি দেবতা তাঁর পূর্ণ শক্তিতে সক্রিয় হবে

শনিদেবের (Shani Dev) কৃপায় জীবনের মোড় ঘুরে যাবে। শনিদেব কর্ম, ন্যায় ও পরিণতির দেবতা। শনি দেবতা তাঁর পূর্ণ শক্তিতে সক্রিয় হবে। ২৮ নভেম্বর থেকে হঠাৎ করে পরিবর্তন। এই পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির উপর পড়বে। শনি যখন সোজা পথে থাকে, তখন কিছু রাশিচক্রের (Astrology) জীবন রাজার মতো হয়ে ওঠে। শনির মার্গী পথে কোনও কোনও রাশির জীবনে সাফল্য আসবে।

 

কর্কট: জীবনের মোড় ঘুরতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সহজেই হয়ে যাবে। চাকুরীজীবীদের উন্নতির সুযোগ, বেতন বৃদ্ধির সুসংবাদ আসবে। বিদেশ ভ্রমণ হতে পারে। বিনিয়োগ থেকে লাভ হবে। সম্পত্তি ক্রয়। যারা নতুন চাকুরি খুঁজছেন তারা তাদের মন মতো কাজ পেয়ে যাবেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করবেন। আত্মবিশ্বাস বাড়বে। মন হালকা ফুরফুরে থাকবে। প্রেমের জন্য শুভ সময়।

আরও পড়ুন-  সূর্যের গোচরে এই তিন রাশি জিতবে জ্যাকপট

সিংহ রাশি: দীর্ঘ দিনে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কোনো নামী কোম্পানিতে কাজের সুযোগ। পারিবারিক সম্পর্কের উন্নতি। ভাইবোনের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। অপ্রত্যাশিত কোনও সংবাদ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরিবারে সুখ ও সম্প্রীতির পরিবেশ থাকবে।

 

বৃশ্চিক রাশি: বাড়বে আত্মবিশ্বাস। মনোবল বৃদ্ধি পাবে। চাকরি বা ব্যবসায় আপনাকে উচ্চ মার্গে নিয়ে যাবে। আপনার ব্যক্তিত্বই হবে আপনার পরিচয়। চাকরি ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

 

কুম্ভ: শনির প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে উন্নতির দিকে। ইতিবাচক পরিবর্তন জীবনে। কাজের জায়গায় বড় সুযোগ আসবে। আচমকা কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে, ঘাবড়াবেন না। বিদেশে যাওয়ার সুযোগ। মনের মানুষের সঙ্গে হঠাৎ আলাপ হয়ে যাবে। দাম্পত্য জীবনে মাধুর্য্য আসবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News